Fathers Help by R.K. Narayan Unit-3 Class 10 Lesson 1 || Fathers Help R.K. Narayan Unit-3

Fathers Help by R.K. Narayan Unit-3 Class 10 Lesson 1: Father’s Help Unit 3 গদ্যটি সম্পূর্ন বাংলাতে আলোচনা করা আছে। গুরুত্বপূর্ন শব্দগুলির উচ্চারনও দেওয়া আছে। গদ্যটির PDF ফাইল নীচে দেওয়া আছে। এর ভিডিও টিও দেওয়া আছে। সমস্ত comprehension exercises ও তার সাথে writing activities -এর উত্তরও আলোচিত হয়েছে। Father’s Help Unit 3, the prose is discussed in details with word by word Bengali meaning and comprehension exercises, writing activities
Fathers Help by R.K. Narayan Unit-3 Class 10 Lesson 1 || Fathers Help R.K. Narayan Unit-3
Unit-3
1)As he entered the school gate, an idea occurred to him.
= যেইনা সে বিদ্যালয়ের দরজা / ফটক দিয়ে প্রবেশ করল তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল / উদয় হল ।।
2)He would deliver the letter to the headmaster at the end of the day.
= সে দিনের শেষে চিঠিটি প্রধানশিক্ষকমশায় কে দেবে ।।
3)There was a chance Samuel might do something during the course of the day to justify the letter.
= দিনের এই সময়ের মধ্যে স্যামুয়েল স্যার এমন কিছু করতে পারে যেটা এই চিঠি দেওয়ার একটা ভালো কারন \আছিলা হতে পারে
4)Swami stood at the entrance to his class.
= স্বামী তার শ্রেণীরকক্ষের দরজার কাছে দাঁড়িয়েছিল
5)Samuel was teaching arithmetic.
।= স্যামুয়েলস্যার পাটিগণিত শেখাচ্ছিলেন
6)He looked at Swami.
= তিনি স্বামীর দিকে তাকাদলেন
7) Swami hoped Samuel would scold him severely.
= স্বামী আশাকরেছিল স্যামুয়েল স্যার হয়তো তাকে ভীষনভাবে বকবেন ।
8)“You are half an hour late”, Samuel said.
= স্যামুয়েলস্যার বললেন, “তুমি আধঘন্টা দেরিতে এসেছ ।“
9)“I have a headache, Sir.” Swami said.
= স্বামী বলল, “আমার মাথার যন্ত্রনা করছে /করছিল” ।
10)“Then why did you come at all?”
= “ তাহলে তুমি আদৌ এলে কেন ?”
Also Read: Father’s Help Unit -2
Also Read: Father’s Help Unit -3
Also Read: The Passing Away of Bapu-1
Also Read: The Passing Away of Bapu-2
11)This was an unexpected question from Samuel.
= এটা স্যামুয়েল স্যারের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল ।।
12)Swami said, “My father said I shouldn’t miss school, sir.”
= স্বামী বলল আমার বাবা বলেছেন আমার বিদ্যালয় কামাই করা উচিত নয় ।
13)Samuel looked impressed.
= স্যামুয়েলস্যার কে দেখে প্রভাবিত মনেহল ।
14)“Your father is quite right.
= “তোমার বাবা একেবারে সঠিক”
15)We want more parents like him”
= আমাদের ওনার মতো আরো বাবা-মা দরকার
16)“Oh, you poor man!” Swami thought, “You don’t know what my father has done to you”.
= “ হায়রে অভাগা মানুষ”, স্বামী ভাবল , “ আপনি জানেন না আমার বাবা আপনার কি করেছেন ” ।
17)“All right, go to your seat”.
= “ঠিক আছে তোমার জায়গায় যাও” ।।
18)Swami sat down, feeling sad.
= স্বামী দুঃখ পেয়ে / মন খারাপ করে বসে পড়ল ।
19)He had never met anyone as good as Samuel.
= তার স্যামুয়েল স্যারের মতো এমন ভালো করোর সাথে কখনো দেখা হয়নি ।
20)The teacher was inspecting the home lessons.
= শিক্ষকমশায় বাড়ির কাজ পরীক্ষা করছিলেন ।
21)To Swami’s thinking, this was the time when Samuel got most angry.
= স্বামীর চিন্তায় এই সময়ই স্যামুয়েল স্যার সবচেয়ে বেশী রেগে যান ।।
22)But today Samuel appeared very gentle.
= কিন্ত আজ স্যামুয়েলস্যারকে খুব শান্ত/ আমায়িক মনে হল ।।
23)“Swaminathan, where is your homework?”
= “ স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায় ? ”
24)“I have not done my homework, sir,” Swami said.
= স্বামী বলল, “ আমি আমার বাড়ির কাজ করিনি ,স্যার”।
25)“Why – headache?” asked Samuel.
= স্যামুয়েলস্যার জিজ্ঞাসা করেন , “ কেন, মাথার যন্ত্রনা ?”
26)“Yes, sir.” “All right, sit down”, Samuel said.
“ হ্যাঁ স্যার ”, = স্যামুয়েল স্যার বললেন , “ঠিক আছে, বসে পড়” ।
27)When the bell rang for the last period at 4.30, Swami picked up his books and ran to the headmaster’s room.
= সাড়ে চারটার সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজল, স্বামী তার বইপত্র তুলে নিয়ে প্রধানশিক্ষকের ঘরের দিকে দৌড়াল ।।
28)He found the room locked.
= সে দেখল ঘরটি তালাবন্ধ ।।
29) The peon told him the headmaster had gone on a week’s leave.
= চাপরাশি তাকে বলল, “প্রধানশিক্ষকমশায় এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন ” ।
30)Swaminathan ran away from the place.
= স্বামীনাথন ওই জায়গাটি থেকে দৌড়ে চলে গেল ।।
31)As soon as he entered home with the letter, Father said, “I knew you wouldn’t deliver it”.
= যেই না সে চিঠিটি সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকল বাবা বললেন, “ আমি জানতাম তুমি চিঠিটা ওনার হাতে দেবে না “ ।
32)“But the headmaster is on leave”, Swami said.
= স্বামী বলল, “ কিন্তু প্রধানশিক্ষকমশায় ছুটিতে আছেন ” ।
33)Father snatched the letter away from Swami and tore it up.
= বাবা স্বামীর কাছ থেকে চিঠিটি ছিনিয়ে নিলেন এবং ছিঁড়ে ফেললেন ।।
34)“Don’t ever come to me for help if Samuel scolds you again.
= এরপর যদি স্যামুয়েল স্যার তোমাকে বকেন তাহলে আর কখনো আমার কাছে সাহায্যের জন্য আসবে না ।।
35)You deserve your Samuel”, he said.
= তিনি বললেন “ তোমার জন্য তোমার স্যামুয়েল স্যারই উপযুক্ত” ।।
The End
Also Read: The Passing Away of Bapu-3
Also Read: My own True Family
Also Read: Our Runaway Kite Unit 1
এই Text টির PDF ফাইলটি ডাউনলোড করতে নীচর লিঙ্কে ক্লিক করুন 👇👇👇👇👇👇👇
Also Read: Our Runaway Kite Unit 2
Also Read: Our Runaway Kite Unit 3
Also Read: Sea Fever
Also Read: The Cat Unit-1
Also Read: The Cat Unit-2
Comprehension Exercises
7. Choose the correct alternative to complete the following sentences:
Choose the correct alternative to complete the following sentences:
(a) When Swami entered the class, Samuel was teaching —-
(i) history
(ii) arithmetic
(iii) science
(iv) geography
Ans: (ii) arithmetic
(b) Swami was late to school by—–
(i) half an hour
(ii) an hour
(iii) two hours
(iv) three hours
Ans: (i) half an hour
(c) The headmaster was on a leave for one—
(i) day
(ii) month
(iii) year
(iv) week
Ans: (iv) week
8. Complete the following sentences with information from the text:
(a) As Swami entered the school gate_______________________________
Ans: an idea occurred to him.
(b) Swami stood at__________________
Ans: the entrance to his class
(c) Father snatched the letter away from Swami and ___________
Ans: tore it up
9. Fill in the chart with information from the text:
Cause | Effect |
(a) | (a) Swami did not do his homework. |
(b) Swami never met anyone as good as Samuel | (b) |
(c) | (c) Swami could not deliver the letter. |
Ans: (a) Swami had a headache.
Ans: (b) Swami sat down feeling sad.
Ans: (c) The headmaster had gone on a week’s leave.
Grammar in use
10. Choose the correct alternative to complete the following sentences:
(a) Rina (take/takes/took) the bus to school everyday.
Ans: takes
(b) Last Monday, while we (was watching/have been watching/ watching/were watching) the television, the electricity went off.
Ans: were watching
(c) BY this time tomorrow they (will have left/will have leave/will had left).
Ans: will have left
11. Fill in the blanks with appropriate articles and prepositions:
Arifa, the younger_______ the two girls, has cracked IIT, while______ older one is _____ engineer ______ a multinational company.
Ans: of, the, an, in
Writing activities
12. Write a letter to the editor of a newspaper ( within 100 words) about the problems faced by commuters due to reckless driving of public vehicles.
Ans: এই চিঠিটির উত্তর পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন 👇👇👇
Also Read: The Cat Unit-3
Also Read: The Snail