The Cat By Andrew Barton Paterson Unit 2 For Class 10 Bengali meaning with Textual Questions
The Cat Unit 2 গদ্যটি সম্পূর্ন বাংলাতে আলোচনা করা আছে । গুরুত্বপূর্ন শব্দগুলির উচ্চারনও দেওয়া আছে ।গদ্যটির PDF ফাইল নীচে দেওয়া আছে । এর ভিডিও টিও দেওয়া আছে ।
The Cat Unit 2, the prose is discussed in details with word by word Bengali meaning
The Cat Unit-2 For Class 10
The Cat
Unit-2
1)When the family sits down to tea, the cat puts in an appearance1 to get the
যখন পরিবার বসে চা-খেতে বিড়ালটি রাখে মধ্যে এক উপস্থিতি পেতে
share.
ভাগ
= যখন পরিবারের সবাই চা–খেতে বসে, বিড়াল তার ভাগ পেতে নিজেকে উপস্থিত করে ।। (1.-অ্যাপিয়ারেন্স 😉
2) He purrs2 noisily3 and rubs4 himself against the legs of the family members.
সে ঘড়ঘড় জোরে এবং ঘষে নিজেকে তে পায়ের পরিবারের সদস্যদের
= সে জোরে ঘড়ঘড় আওয়াজ করে এবং নিজের পরিবারের সদস্যদের পায়ে নিজের শরীরটা ঘষে ।। (2.-পারস ;3.-নয়েজলি ;4.-রাবস)
3) If there is a guest5 at the table the cat is particularly6 civil7 to him, because the
যদি সেখানে থাকে অতিথি টেবিলে বিড়ালটি হয় বিশেষভাবে ভদ্র প্রতি তার কারন
guest is likely to have the best of what is offered8.
অতিথিটি হয় সম্ভবত হবে সবচেয়েভালো যেটা হয় দেওয়া
= যদি টেবিলে কোন অতিথি থাকে, তাহলে বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রভাব দেখায়, কারন অতিথিকে সম্ভবত সবচেয়ে ভালো জিনিস দেওয়া হয়ে থাকে ।। (5.-গেস্ট ;6.-পার্টিকুলারলি;7.-সিভিল;8.-অফার্ড)
4) Sometimes, instead9 of giving him something to eat the guest stoops down10 and
কখনোকখনো পরিবর্তে দেওয়ার তাকে কিছু খেতে অতিথি ঝুঁকেপড়ে এবং
Strokes11 the cat, and, says, ‘poor pussy! Poor pussy!’
আঘাতকরে বিড়ালকে ও বলে বেচারা পুশি বেচারা পুশি
= কখনো কখনো অতিথিটি তাকে কিছু খাবার দেওয়ার পরিবর্তে ঝুঁকে পড়েন এবং বিড়ালটিকে হালকা চাপড় দেন ও বলেন, ‘ বেচারা পুশি ! বেচারা পুশি !’ ।। (9.-ইনস্টেড ;10.-স্টুপস ডাউন;11.-স্ট্রোকস;)
5) The cat soon tires of that.
বিড়ালটি শীঘ্রই ক্লান্তহয় এতে
= বিড়ালটি শীঘ্রই এতে ক্লান্ত হয়ে পড়ে ।।
6) He puts up his claws12 and quietly13 but firmly14 rakes15 the guest in the leg.
সে বের করে তার থাবা এবং নিঃশব্দে কিন্তু সজোরে আঁচড়ায় অতিথিকে পায়ে
= সে তার থাবা ( থাবা থেকে নখ ) বের করে এবং নিঃশব্দে কিন্তু সজোরে / দৃড় বাবে অতিথির পায়ে আঁচড় বসায় ।
(12.-ক্লজ;13.-কোয়াইটলি;14.-ফার্মলি;15.-রেকস)
7) “Ow! Says the guest, “ The cat stuck16 his claws into me !”
ওফ বলেন অতিথিটি বিড়ালটি বসিয়েছে তার থাবা আমাকে
= অতিথিটি বলে উঠেন, “ উফঃ! বিড়ালটি আমায় থাবা বসিয়েছে / থাবা ফুটিয়েছে ।। (16.-স্টাক 😉
Read More: The Passing Away of Bapu-1
Read More: The Passing Away of Bapu-2
Read More: The Passing Away of Bapu-3
8) The delighted17family remarks18, “ Isn’t it sweet of him?
আনন্দিত পরিবার মন্তব্যকরে নয়কি এটি মিষ্টি সে
= আনন্দিত পরিবার মন্তব্য করে , “ কি মিষ্টি না সে / তার ব্যাপার? (17.-ডিলাইটেড ;18.-রিমার্কস;)
9) Isn’t he intelligent19?
নয় কি সে বুদ্ধিমান
= কি বুদ্ধিমান না ও ? (19.-ইনটেলিজেন্ট )
10) He wants you to give him something to eat.”
সে চায় তুমি দাও তাকে কিছু খেতে
= ও চাইছে তুমি ওকে কিছু খেতে দাও ।।
11) The guest dares20 not do what he would like to do- kick21 the cat out of
অতিথিটি সাহস করেনা করতে কি তিনি চান করতে লাথি বিড়ালটিকে বাইরে the window.
জানালার (20.-ডেয়ারস ;21.-কিক;)
= অতিথিটি যেটা করতে চান সেটা করার সাহস পাননা – – জানালা দিয়ে লাথি মেরে বিড়াল টিকে বের করে দিতে ।
12) So, with the tears of rage22 and pain in his eyes, he affects to be very much
তাই সঙ্গে চোখেরজল রাগের এবং যন্ত্রনার তার চোখে তিনি ভানকরেন হয়েছেন খুব
amused23, and sorts24 out a bit of fish from his plate and hands it down.
আনন্দিত এবং বেছেনিয়ে একটুকরো মাছ থেকে তার প্লেট এবং নামান এটি নীচে
= তাই চোখে রাগ ও যন্ত্রনার জল চোখে নিয়ে তিনি এমন ভান করেন যে যেন তিনি খুব আনন্দিত হয়েছেন এবং প্লেট থেকে একটুকরো মাছ বেছে নিয়ে নীচে নামিয়ে রাখেন ।। (22.-রেজ ;23.-অ্যামিউসড ;24.-সর্টস)
13) The cat gingerly25 receives26 it with a look in his eyes that says, “Another time, my
বিড়ালটি সযত্নে গ্রহনকরে এটি সঙ্গে এক দৃষ্টি তার চোখে যে বলে পরের বার আমার
friend, you would’t be so slow to understand”.
বন্ধু তুমি হবে না এত দেরি বুঝতে
= বিড়ালটি সযত্নে এটিকে গ্রহন করে এবং তার দৃষ্টি যেন বলে , “ আমার বন্ধু পরের বার আমাকে বুঝতে তোমার এত দেরি হবে না ” ।। (25.-জিনজারলি ;26.-রিসিভস;)
14) He purrs27 as he retires to a safe distance from the guest’s boot before eating
সে ঘড়ঘড় যেন সে রাখে একটি নিরাপদ দূরত্বে থেকে অতিথিটির বুট আগে খাবার
his food.
তার খাবার = সে ঘড়ঘড় আওয়াজ করে এবং খাবার খাওয়া শুরু করার আগে অতিথিটির বুট জুতার নগাল থেকে নিরাপদ দূরত্বে বিশ্রাম নেয় ।। (27.-পারস 😉
********************************** 00000**************************************
Read More: Fable
Read More :My Own True Family
এই গদ্যটির PDF ফাইলটি ডাউনলোড করতে নীচের লিঙ্কটি ক্লিক করুন 👇👇👇👇
গদ্যটির ভিডিটি দেখতে ক্লিক করুন👇👇👇👇