Fathers Help by R.K. Narayan Unit-2 Class 10 Lesson 1 Bliss
Class 10 এর Lesson 2 , R.K. Narayan -এর লেখা Father’s Help গদ্যটির Unit 2 প্রতিটি শব্দ ধরে আলোচনা করা হল। গুরত্বপূর্ন শব্দগুলির উচ্চারন দেওয়া আছে । গদ্যটির PDF ও দেওয়া আছে ডাউনলোডের জন্য সাথে ভিডিও দেওয়া আছে ।
Father’s Help By R.K. Narayan , Unit 2 of Class 10 Lesson 2, the prose is discussed with word by word bengali analysis PDF for downloading.
Fathers Help – R.K. Narayan Unit-2 [Class10th]
Unit-2
1)Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day.
= স্বামী আশা করেছিল যে এবার তার বাবা হয়তো বুঝতে পারবে কেন সে সেই দিন বিদ্যালয়ে যাওয়া এড়িয়ে যাচ্ছে ।
2)But father’s behaviour took an unexpected turn.
= কিন্তু বাবার ব্যবহার অপ্রত্যাশিত ভাবে মোড় নিল ।।
3)He proposed to send a letter with Swami to the headmaster
= তিনি প্রস্তাব দিলেন স্বামীকে দিয়ে প্রধানশিক্ষককে একটি চিঠি পাঠানোর ।।
4)No amount of protest from Swami would make him change his mind.
= স্বামীর কোন রকম প্রতিবাদ তার চিন্তা / মনস্থির করাকে পাল্টাতে পারবে না ।।
5) By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster.
= ইতিমধ্যে স্বামী বিদ্যালয়ে যাবার জন্য প্রস্তুত হয়েছিল, বাবা প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে একটি লম্বা /দীর্ঘ চিঠি লিখেছিলেন ।।
6)He put it in an envelope and sealed it.
= তিনি এটিকে একটি খামের মধ্যে পুরেছিলেন এবং সুরক্ষিতভাবে বন্ধ করেছিলেন ।
7) “What have you written, Father?” Swami asked apprehensively.
=স্বামী শঙ্কিতভাবে জিজ্ঞাসাকরেছিল , “ তুমি কি লিখেছ বাবা ? ”
8)‘Nothing for you.
= তোমার জন্য কিছু না ।।
9)Give it to your headmaster and go to your class”.
= এটা তোমার প্রধানশিক্ষককে দেবে এবং ক্লাসে চলে যাবে ।।
10)“Have you written anything about our teacher Samuel?”
= তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছ ?
Also Read: Father’s Help Unit -2
Also Read: Father’s Help Unit -3
Also Read: The Passing Away of Bapu-1
Also Read: The Passing Away of Bapu-2
11)“Yes. Plenty of things”.
= হ্যাঁ । অনেক কিছু ।।
12)“What has he done, Father?”
= “ তিনি কি করেছেন বাবা ? ”
13) “Everything is there in the letter
= “চিঠিটির মধ্যে সবকিছু আছে ”
14)Give it to your headmaster.”
= “ এটি তোমার প্রধানশিক্ষককে দেবে ” ।
15)Swami went to school feeling that he was the worst boy on earth.
= স্বামী এই উপলব্ধি/ মনেকরে বিদ্যালয়ে গিয়েছিল যে সে এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে ।
16) His conscience bothered him.
= তার বিবেক তাকে বিব্রত করেছিল ।
17)He wasn’t at all sure if his description of Samuel had been accurate.
= সে একেবারেই নিশ্চিত ছিলনা যে তার দেওয়া স্যামুয়েল স্যারের বর্ননা আদৌ কতটা সঠিক / যথাযথ ।।
18) He felt he had mixed up the real and the imagined.
= সে অনুভব করল যে আসল আর কল্পনা কে সে গুলিয়ে ফেলেছে ।
19)Swami stopped on the roadside to make up his mind about Samuel.
= স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েপড়েছিল স্যামুয়েল স্যারের ব্যাপারে মনস্থির করার জন্য ।
20)Samuel was not such a bad man after all.
= স্যামুয়েলস্যার এতটা খারাপ মানুষ ছিলেন না
21)Personally he was much more friendly than the other teachers.
= ব্যাক্তিগতভাবে তিনি অনান্য শিক্ষকদের চেয়ে আরও বেশি বন্ধুভাবাপন্ন ছিলেন ।
22)Swami also felt Samuel had a special regard for him.
= স্বামী অনুভব করল যে স্যামুয়েল স্যারের তার প্রতি বিশেষ মনোযোগ আছে ।
23) Swami’s head was dizzy with confusion.
= হতবুদ্ধি হয়ে স্বামীর মাথাটা ঘুরছিল ।
24)He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter.
= সে স্থির করতে পারছিল না , স্যামুয়েল স্যারের বিরুদ্ধে চিঠিতে করা তার অভিযোগগুলি উপযুক্ত কি না ।
25)The more he thought of Samuel, the more Swami grieved for him.
= স্বামী যতবেশী স্যামুয়েলের কথা চিন্তা করেছিল , ততবেশি সে তার জন্য দুঃখ পেয়েছিল ।
26) To recall Samuel’s dark face, his thin moustache, unshaven check and yellow coat filled Swaminathan with sorrow.
= স্যামুয়েল স্যারের শ্যামলা মুখ তার পাতলা গোঁফ, দাড়ি না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীর মন দুঃখে ভরে যাচ্ছিল ।।
The End
Also Read: The Passing Away of Bapu-3
Also Read: My own True Family
Also Read: Our Runaway Kite Unit 1
এই Text টির PDF ফাইল ডাউনলোড করতে নীচের লিঙ্ক এ ক্লিক করুন 👇👇👇👇👇👇
এই Unit এর সমস্ত প্রশ্নোত্তর পেতে ভিডিওর নীচে যান ও পড়ুন
Also Read: Our Runaway Kite Unit 2
Also Read: Our Runaway Kite Unit 3
Also Read: Sea Fever
Also Read: The Cat Unit-1
Also Read: The Cat Unit-2
Comprehension Exercises
4) Choose the correct alternative to complete the following sentences:
a) Father decided to send the headmaster a ——
i) telegram
ii) notice
iii) letter
iv) report
Ans: iii) letter
b) While going to school Swami was bothered by —–
i) conscience
ii) headache
iii) toothache
iv) fever
Ans: i) conscience
c) The colour ofSamuel’s coat was—–
i) black
ii) blue
iii) white
iv) yellow
Ans: iv) yellow
5) Complete the following sentences with information from the text :
a) Father’s behaviour took an …………………………….
Ans: unexpected turn.
b) Swami went to school feeling ………………………………..
Ans: that he was the worst boy on earth.
c) Swami stopped on the roadside to ………………………………..
Ans: make up his mind about Samuel.
6) Answer the following questions :
a) Where did father put the letter? (বাবা কোথায় চিঠিটি রেখেছিলেন?)
Ans: father put the letter in an envelope and sealed it
b) What did Swami fail to decide about Samuel? (স্বামী স্যামুয়েলের ব্যাপারে কি স্থির করতে ব্যর্থ্ হল?)
Ans: Swami could not decide if Samuel really deserved the allegations made against him in the letter.
c) How did Samuel look? (স্যামুয়েলকে দেখতে কেমন ছিল?)
Ans: Samuel had a dark face with thin moustache and unshaven cheek. He put on yellow coat.
Also Read: The Cat Unit-3
Also Read: The Snail