The Bangle Sellers Bengali Meaning || Sarojini Naidu || Class XI || Semester 1 || New Syllabus || WBCHSE

The Bangle Sellers Bengali Meaning: 2024 -এ ক্লাস 11 -এর নতুন Syllabus চালু হল যা ২টি Semester এ বিভক্ত । এই Post-এ তোমরা Class XI -এর Semester 1 এর দ্বিতীয় Poem, Sarojini Naidu র The Bangle Sellers এর Bengali Meaning প্রতিটি শব্দ ধরে পাবে । পরবর্তী সময়ে ধীরে ধীরে Class XI -এর সমস্ত Post পেয়ে যাবে । যে কোনো সমস্যায় যোগাযোগ করো: 6297526109 এমনকি পাঠটির ভিডিওটিও দেওয়া আছে নীচে ।

Dear Students,
Studysolves.com পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The Bangle Sellers Bengali Meaning. নিচে Post টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। নিয়মিত
বিনামূল্যে পড়াশোনা করতে এবং নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে বিনামূল্যে ডাউনলোড করতে এবং ভিডিও ক্লাস করতে আমাদের ওয়েবসাইট www.studysolves.com ভিজিট করুন।

The Bangle Sellers Bengali Meaning

The Bangle Sellers

– Sarojini Naidu

(1)

 Bangle sellers are we who bear

= আমরা চুড়ি বিক্রেতা যারা বয়ে নিয়ে যাই

 Our    shining loads to the temple fair…

= মন্দিরের মেলায় আমাদের চকচকে বোঝা

Who will buy these delicate, bright

= কারা কিনবে এই সূক্ষ, ঊজ্বল

Rainbow-tinted circles of light?

=রামধনুর আভাময় আলোর বৃত্তগুলি ?

Lustrous tokens of radiant lives,

= যা উজ্জ্বল/ দ্বীপ্তিময়   জীবনের  দ্যুতিময়  প্রতীক

For happy daughters and happy wives.

= সুখি কন্যা ও সুখি স্ত্রীদের জন্য ।

(2)

 Some are meet for a maiden’s wrist,

= এদের মধ্যে কিছু রয়েছে এক কুইমারীরী মনিবন্ধের (কব্জীর) জন্য ।

Silver and blue as the mountain mist,

= পর্বতএর কুয়াশার মতোই রূপালী এবং নীল,

Some are flushed like the buds that dream

= আবার কিছু রয়েছে কুঁড়ির মতো রাঙা/রক্তিম যা স্বপ্ন দেখে     

On the tranquil brow of a woodland stream,

= শৈলপার্শ্বের বনভূমির এক শান্ত স্রোত ধারার কাছে

Some are aglow with the bloom that cleaves

= কিছু হয় সবুজ মুকুলের মতো ঊজ্জ্বল যা জুড়ে থাকে

To the limpid glory of new born leaves

= সদ্য গজানো পাতার মতো অনাবিল মহিমায় ।

(3)

 Some are like fields of sunlit corn,

= কিছু আছে রৌদ্রস্নাত ভুট্টা ক্ষেতের মতো হলুদ,

Meet for a bride on her bridal morn,

= এক কনের বিবাহের সকালের দিনের জন্যই তৈরি

Some, like the flame of her marriage fire,

= কিছুটা তার বিবাহের-হোমাগ্নির শিখার মতই

Or, rich with the hue of her heart’s desire,

= বা তার অন্তরের অভিলাষের মতই রাঙা  

Tinkling, luminous, tender, and clear,

= টুংটাং করা, উজ্জ্বল, সূক্ষ আর স্বচ্ছ,

 Like her bridal laughter and bridal tear.

= তার লাজুক হাসি আর বিরহের কান্নার মতো

(4)

 Some are purple and gold flecked grey

= কিছু আছে বেগুনি, ধূসর ছিটে যুক্ত সোনালি রঙের

For she who has journeyed through life midway,

= তার জন্য যে জীবনের মাঝপথ অতিক্রম করে এসেছে । 

Whose hands have cherished, whose love has blest,

= যার হাতদুটি লালন-পালন করেছে সন্তানদের, যার ভালোবাসা এনেছে আর্শীবাদ,

And cradled    fair  sons on her faithful breast,

= আর তার নিরাপদ বক্ষে তার সুন্দর সন্তানদের/বাছাদের দোলদিয়েছে ।

And serves her household in fruitful pride,

= আর তার গৃহকর্ম্ সফল গর্বে পালনকরে ,

And worships the gods at her husband’s side.

= আর তার স্বামীর মঙ্গল কামনায় দেবতাদের পূজা করে । 

Also Read: Nobel Lecture

Also Read: Jimmy Valentine

Also Read: Amarnath

এই পড়ার ভিডিও ক্লাস দেখুন:

সুতরাং, দেরি না করে এখনই The Bangle Seller Bengali Meaning টি ডাউনলোড করুন

Download The Bangle Seller Bengali Meaning PDF

File Details:-
File Name:- The Bangle Seller Bengali Meaning
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Also Read: Macbeth

Also Read: Othello

Also Read: As You like it

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!