The Passing Away of Bapu Unit 2 Class 10 Bengali Meaning

The Passing away of Bapu Unit 2 গদ্যটি সম্পূর্ন বাংলাতে আলোচনা করা আছে । গুরুত্বপূর্ন শব্দগুলির উচ্চারনও দেওয়া আছে ।গদ্যটির PDF ফাইল নীচে দেওয়া আছে ।
The Passing Away of Bapu Unit 2, the prose is discussed in details with word by word Bengali meaning

The Passing Away of Bapu Unit 2

The Passing Away of Bapu

Unit-2

1) Gandhiji’s funeral1 was to take place the day after his death.  

     গান্ধিজীর     অন্ত্যোষ্টি       ছিল     অনুষ্ঠিত হবে           দিন  পরে    তার   মৃত্যু

= গান্ধিজীর অন্ত্যোষ্টি / শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন (7.-ফিউনারাল /ফিউনেরাল)

2) Hours2 in advance3, people   lined the route the funeral procession4 was to follow.

   বহুঘন্টা     আগেভাগে      মানুষজন   সারিবদ্ধ   যাত্রাপথে               শবযাত্রা           ছিল    যাবার

= মানুষজন বহু ঘন্টা আগেভাগেই শবযাত্রার যাত্রা পথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল (2.-আওয়ারস,3.-অ্যাডভান্স,4.প্রসেশন)

3) Padmasi, Mrs Naidu’s daughter, spoke5 for  us  all   when  she   said  simply6

       পদ্মসী      শ্রীমতী   নাইডুর     কন্যা         বললেন   জন্য আমাদের সকলকে  যখন     তিনি  বললেন   সোজাসুজি

= শ্রমতী নাইডুর কন্যা , পদ্মসী খুব সহজভাবে আমাদের সকলের কথা বললেন :  (5.-স্পোক, 6.-সিম্পলি)

4)We will walk. 

    আমরা  হাঁটব     

= আমরা হাঁটব

5) It  is the last time we shall be walking with Bapu

 এটি   হয়    শেষ    বার   আমরা          হাঁটব    সঙ্গে  বাপুর

= এই শেষবারের মতো আমরা বাপুর সঙ্গে হাঁটব ।।    

6) It was an agonizing7 walk  

 এটি ছিল এক যন্ত্রনাদায়ক      হাঁটা 

= এটা ছিল একটি যন্ত্রনাদায়ক  হাঁটা ।। (7.-অ্যাগোনাইজিং)

7) Thousands8 silently watched9 the procession.

   হাজার হাজার     নিঃশব্দে    লক্ষকরছিল        শবযাত্রাটি 

= হাজার হাজার লোক নিঃস্তব্ধে শবযাত্রাটি লক্ষ করছিল       (8.-থাউজ্যানডস, 8.-ওয়াচড)   

8)  Bapu  lay10   on    an open truck covered11 with flowers.

    বাপু   শুয়ে    উপর  এক  খোলা    ট্রাক  ঢাকা       দিয়ে   ফুল

= ফুলে ঢাকা এক খোলা ট্রাকে বাপু শুয়েছিলেন ।।        (10.-লে, 11.- কভারড )

9) Thousands of people wept12, trying to touch Bapu’s feet.

      হাজারহাজার    লোকেরা  কাঁদছিল   চেষ্টাকরে   স্পর্শকরতে  বাপুর      পা  

= হাজার হাজার মানুষ কাঁদতে কাঁদতে বাপুর পা স্পর্শ করার চেষ্টাকরছিল    ।  (12.-ওয়েপট)

Read More: Father’s Help Unit -1
Read More: Father’s Help Unit -2

10) It was impossible13to move in the thick14 crowd.

  এটি  ছিল   অসম্ভব             এগোনা  মধ্যে      বিপুল     ভীড়

= এই বিপুল ভিড়ের মধ্যে এগোনো অসম্ভব ছিল ।   (13.-ইমপসিবল, 14.- থিক )

11) As  I   moved forward15slowly I   understood  I  was not merely16 in the

  যেই  আমি এগোলাম    সামনে   ধীরেধীরে আমি বুঝতেপারলাম   আমি ছিলাম না  শুধুমাত্র    মধ্যে 

midst17 of grieving18 people.

 মাঝখানে    শোকস্তব্ধ   মানুষের  =

= যত আমি ধীরেধীরে সামনের দিকে এগোতে লাগলাম,আমি বুঝতে পারলাম যে আমিই শুধুমাত্র শোকস্তব্ধ মানুষের ভিড়ে একা নেই  ।। (15.-ফরওয়ার্ড, 16.- মিয়ারলি, 17.- মিডস্ট, 18.- গ্রিভিং)

12) This was even more than the funeral procession of India’s beloved19 leader20.

   এটি    ছিল এমনকি  আরও চেয়ে           শবযাত্রার             ভারতবর্ষের   প্রিয়            নেতা

= ভারতবর্ষের প্রিয় নেতার শবযাত্রার চেয়েও এটি আরও বেশি কিছু ছিল ।।  (19.-বিলাভেড, 20.- লিডার )

13) I   was among   people  for  whom walking with Bapu had special meaning21.

  আমি    ছিলাম  মধ্যে   লোকজনের জন্য    যাদের   হাঁটা    সঙ্গে   বাপু    ছিল   বিশেষ    অর্থ

= আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটি বিশেষ অর্থ বহন করত ।।(21.-স্পেশাল মিনিং )

14) We had walked with Bapu over the rough22 and smooth23 of India’s recent24

     আমরা    হেঁটেছিলাম  সঙ্গে    বাপু   উপর    বন্ধুর      এবং   মসৃন        ভারতবর্ষের  সাম্প্রতিক

history.

ইতিহাস

= আমরা বাপুর সঙ্গে ভারতবর্ষের সাম্প্রতিক বন্ধুর ( সমস্যাপূর্ন ) এবং মসৃন ( র্নিঝঞ্ঝাট ) উভয় পথেই হেঁটেছি ।। (22.-রাফ, 23.- স্মুদ, 24.- রিসেন্ট )

15) We could not accept25 the fact that the man who  had   led26  us over many               

  আমরা পারছিলামনা    মানতে       ব্যাপারটা  যে      মানুষটি  যিনি  দিয়েছেন নেতৃত্ব আমাদের    বহু      

difficult Paths27,  was  never  going to walk with   us  again.

 কঠিন    পথে     কখনো   না     বেরহবেন     হাঁটতে সঙ্গে  আমাদের আবার

= আমরা বিশ্বাস করতে / মেনেনিতে পারছিলাম না যে , যিনি = আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন , তিনি আর আমাদের সাথে হাঁটবেন না ।। (25.- অ্যাকসেপ্ট, 26.- লেড, 27.- পাথস)

16 )Bapu’s slight figure28 had walked, staff29in hand, over  a   large30 part of India.

     বাপুর  পাতলা   চেহারা          হেঁটেছিল     লাঠি      হাতে   উপর  এক  বিস্তীর্ন  অঞ্চল    ভারতের

= লাঠি হাতে বাপুর পাতলা ( ক্ষীন ) দেহটি ভারতবর্ষের বির্স্তীন অঞ্চল দিয়ে হেঁটেছিল ।।(28.-স্লাইট ফিগার, 29.- স্টাফ, 30.- লার্জ)

17) To walk is to make slow progress31.

      হাঁটা    হয়    চলা     ধীর     প্রগতি  

 = হাঁটা মানে ধীর প্রগতির দিকে চলা ।।    (31.-প্রোগ্রেস)

18) It  is to think with clarity32 and closely  look at all that is around  you, from small

  এটি  হয়   ভাবা   সঙ্গে    স্বচ্ছতার    এবং নিকটথেকে   দেখা সবকিছু   যা  হয়  চারপাশে   তোমার থেকে ছোট

 Insects33 to the horizon34 in the distance35.

পোকামাকড়         দিগন্তে     মধ্যে      দূরের  

 = এর মানে স্বচ্ছতার সঙ্গে চিন্তাকরা এবং তোমার চারপাশে মামুলি পোকা  থেকে দূর দিগন্ত রেখার সবকিছু মনযোগদিয়ে দেখা ।।       (32.-ক্ল্যারিটি, 33.- ইনসেক্টস, 34.- হরাইজন,35.- ডিসট্যান্স )

19) Moreover36, to walk was often the only   way  open to the average37 Indian.

   সর্বোপরি         হাঁটা      ছিল  প্রায়ই    কেবলমাত্র    পথ   খোলা          সাধারন       ভারতবাসী

 = তাছাড়া সাধারন ভারতবাসীর কাছে হাঁটাই ছিল একমাত্র পথ / উপায় ।। (36.-মোরওভার, 37.- অ্যাভারেজ,)

20) It required38 on vehicle39 except40 his  own  body and cost41 him nothing but  

     এটি  প্রয়োজন      ওপর যানবাহন    ছাড়া          তার  নিজের   শরীর  ও  ব্যায়    তার     কিছুনা  কিন্তু 

his energy42.

তার   শক্তি

= হাঁটার জন্য তার নিজের দেহ ছাড়া অন্য কোন বাহন লাগত না , এবং নিজের শক্তি ছাড়া অন্য কিছু ব্যায় / খরচ লাগত না   (38.-রিকোয়ার্ড, 39.- ভেইকল, 40.- একসেপ্ট, 41.-কস্ট, 42.- এনারজি )

21) Gandhiji took   this necessity43,  as      he  took much that was commonplace44 and

      গান্ধীজি নিয়েছিলেন এই প্রয়োজনীয়তা    হিসাবে     তিনি গ্রহন অনেক  যা   ছিল   সাধারনজিনিস            এবং

 Transformed45  it into a joyful effort46.

  রূপান্তরিতকরেছিলেন   এটি      আনন্দপূর্ন   প্রচেষ্টা

=গান্ধীজি এই আবশ্যিকতাটি গ্রহন করেছিলেন, যেমন তিনি অনেক সাধরন জিনিসকে নিজের আনন্দপূর্ন প্রচেষটায় রূপান্তরিত করেছিলেন ।।   (43.-নেসেসিটি, 44.- কমনপ্লেস, 45.-ট্রানসফর্মড, 46.- জয়ফিল এফর্ট )

********************************oooooooooooooooo******************************

Read More: Father’s Help Unit -3
Read More: The Passing Away of Bapu-1

এই গদ্যটির PDF ফাইলটি ডাউনলোড করতে নীচের লিঙ্কটি ক্লিক করুন 👇👇👇👇

গদ্যটির ভিডিটি দেখতে ক্লিক করুন👇👇👇👇

Comprehension exercises

4. Choose the correct alternative to complete the following sentences:

(a) Gandhiji’s funeral was to take place —–

(i) on the day of his death

(ii) two days after his death

(iii) one day after his death

(iv) a week after his death

Ans: (iii) one day after his death

(b) Padmasi was Mrs. Naidu’s —–

(i) niece

(ii) sister

(iii) friend

 (iv) daughter

Ans: (iv) daughter

(c) While walking, Bapu used to carry in his hand a/an —-

(i) flag

(ii) staff

(iii) umbrella

(iv) cane

Ans: (ii) staff

5. Complete the following sentences with information from the text:

(a) Thousands of people wept, trying

Ans: to touch Bapu’s feet.

 (b) The author was among people for whom walking

Ans: with Bapu had a special meaning

 (c) To walk is to 

Ans: make slow progress

6. Fill in the chart with information from the text:

StatementReason
(a) It was impossible to move.Ans: There was a thick crowd.
(b) Padmasi declared that they would walk with Gandhiji in the funeral procession.Ans: It was the last time they would be walking with Bapu.
(c) To walk was often the only way open to the average Indian.Ans: It required no vehicle except his own body and cost him nothing but his energy.

************************0000000************************

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!