The Echoing Green Bengali Meaning Class 7||William Blake||Class 7||Lesson 10
Class 7 এর Lesson 1o এর The Echoing Green by William Blake, পদ্যটির প্রতিটি শব্দ ধরে আলোচনা করা হল। গুরত্বপূর্ন শব্দগুলির উচ্চারন দেওয়া আছে । পদ্যটির PDF ও দেওয়া আছে ডাউনলোডের জন্য ।
The Echoing Green by William Blake, of Class 7 Lesson 10 ,the poem is discussed with word by word Bengali analysis & PDF for downloading.
Text টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন। এমনকি পাঠটির ভিডিওটিও দেওয়া আছে নীচে ।
Dear Students,
Studysolves.com পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি The Echoing Green Bengali Meaning. নিচে Text টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। নিয়মিত বিনামূল্যে পড়াশোনা করতে এবং নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে বিনামূল্যে ডাউনলোড করতে এবং ভিডিও ক্লাস করতে আমাদের ওয়েবসাইট www.studysolves.com ভিজিট করুন।
The Echoing Green Bengali Meaning
The Echoing Green
William Blake
(1)
The sun does arise,
= সূর্য্ ওঠে, (arise-অ্যারাইজ)
And make happy the skies.
= এবং আকাশকে খুশি করে তোলে ।
The merry bells ring
= আনন্দময় / আনন্দপূর্ন্ ঘন্টাগুলি বাজে (merry-মেরি)
To welcome the spring.
= বসন্তকে স্বাগত জানাতে ।
The skylark and thrush,
= স্কাইলার্ক্ এবং থ্রাসপাখি
The birds of the bush,
= ঝোপঝাড়ের পাখিরা, (bush-বুশ)
Sing louder around,
= চারপাশে উচ্চস্বরে গায়, (louder-লাউডার)
To the bells’ cheerful sound,
= ঘন্টার আনন্দময় শব্দের সাথে, (cheerful-চিয়ারফুল)
While our sports shall be seen
= যখন আমাদের খেলা দেখা যাবে
On the echoing green.
= প্রতিধ্বনিত সবুজের উপরে / বুকে। (Echoing-ইকোয়িং)
(2)
Old John with white hair
= পাকা চুল (ওয়ালা) –এর বৃদ্ধ জন
Does laugh away care,
= দুশ্চিন্তাকে সরিয়ে দিয়ে হাসে,
Sitting under the oak,
= ওক গাছের নীচে বসে ,
Among the old folk.
= বৃদ্ধ মানুষদের দলের মাঝে । (folk-ফোক)
They laugh at our play,
= তারা আমাদের খেলা দেখে হাসে,
And soon they all say:
= এবং শীঘ্রই তারা সকলে বলে ,
‘Such, such were the joys
= এমন এমনই ছিল আনন্দ
When we all, girls and boys,
= যখন আমরা সকলে বালক – বালিকা ছিলাম,
In our youth-time were seen
= আমাদের ও দেখা যেত যৌবনেকালে
On the echoing green.’
= প্রতিধ্বনিময় সবুজের উপরে ।
(3)
Till the little ones weary
= ছোট্ট (ছেলে-মেয়ে গুলি) শিশুরা ক্লান্ত হয় (Weary-ওয়্যারি)
No more can be merry;
= তারা আর আনন্দ করতে পারে না ;
The sun does descend,
= সূর্য্ অস্ত যায়, (decend-ডিসেন্ড)
And our sports have an end.
= এবং আমাদের খেলা শেষ হয় ।
Round the laps of their mother
= তাদের মায়ের কোলের ধারে (laps-ল্যাপস)
Many sisters and brothers,
= অনেক ভাই ও বোনেরা
Like birds in their nest,
= ঠিক পাখিরা যেমন তাদের বাসায়,
Are ready for rest;
= তাদের বিশ্রামের জন্য প্রস্তুত হয়;
And sport no more seen
= এবং তাদের খেলা আর দেখা যায় না
On the darkening green.
= অন্ধকারাচ্ছন্ন সবুজের ওপর / বুকে । (darkening-ডার্কেনিং)
The End
Also Read: Revision Lesson
Also Read: The Book Of Nature
Also Read: The Riddle
Also Read: We are Seven
Also Read: The Beauty and the Beast
Also Read: Uncle Podger Hangs a Picture
এই পড়ার ভিডিও ক্লাস দেখুন:
Also Read: The Vagabond
Also Read: Mowgli Among the Wolves
Also Read: The Story of Proserpine
Also Read: JC Bose a Beautiful Mind
“
সুতরাং, দেরি না করে এখনই The Echoing Green Bengali Meaning PDF টি ডাউনলোড করুন”
Download The Echoing Green Bengali Meaning PDF
File Details:-
File Name:- The Echoing Green Bengali Meaning
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Activity 1
Put a tick mark to choose the correct word/expression from the given alternatives:
(a) The sun makes the sky
(i) sad
(ii) happy
(iii) excited
Ans: (ii) happy
(b) The merry bells welcome the
(i) spring
(ii) autumn
(iii) winter
Ans: (i) Spring
(c) Old John has
(i) black hair
(ii) brown hair
(iii) white hair
Ans: (iii) white hair
(d) The old men are sitting under
(i) a tree
(ii) an umbrella
(iii) a canopy
Ans: (i) a tree
(e) In the evening the children come to the laps of their
(iv) mother
(v) father
(vi) aunt
Ans: (iv) mother
Activity 2
Complete the following sentences with information from the poem :
(a) The birds of the bush sing to the _______________________
Ans: bell’s cheerful sound.
(b) Old John sits among __________________________________
Ans: the old folk
(c) The sport of the children reminds the old men of their ___________________________
Ans: youth-time joys
(d) The children are tired when _______________________________________
Ans: the sun descends
( e) In the evening the sports of the children______________________
Ans: have an end
Activity 3
Answer the following questions:
(a) Which are the two birds mentioned in the poem ?
Ans: The two birds mentioned in the poem are skylark and thrush.
(b) Who is sitting under the oak ?
Ans: Old Jon is sitting under the oak.
(c) Pick out an expression from the poem to show that the old men are happy to see the children playing .
Ans: The expression is –“They laugh at our play”.
(d) What do the children do when evening descends?
Ans: When evening descends the children have an end of their sports and come back home to their mother’s lap.
Activity 4
Use can, could, should, would and might to fill in the blanks :
(a) _______ I use your phone ?
Ans: could
(b) She _______ be in her bedroom.
Ans: might
(c) The programme ________ be finished by now.
Ans: should
(d) She _________ spend hours in the library.
Ans: would
(e) He ______ run fast.
Ans: can
Also Read: The Axe
Also Read: My diary
Also Read: Ghost on the Verandah
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।