Tom Loses a Tooth by Mark Twain Bengali Meaning Class 9

Tom Loses a Tooth, গদ্যটির প্রতিটি শব্দ ধরে আলোচনা করা হল। গুরত্বপূর্ন শব্দগুলির উচ্চারন দেওয়া আছে । সাথে Textual Questions, Grammar in Use, Composition গুলিও আলোচনা করা হয়েছে । গদ্যটির PDF ও দেওয়া আছে ডাউনলোডের জন্য সাথে ভিডিও দেওয়া আছে ।
Tom Loses a Tooth , the prose is discussed with word by word Bengali analysis, Textual Questions, Grammar in Use, Composition and video & PDF for downloading.

Tom Loses a Tooth Bengali Meaning Class 9

Tom Loses a Tooth

                                                                                                            -Mark Twain

1) Tom always found Monday mornings to be miserable1.

       টম         সর্বদা       মনেকরে   সোমবার      সকালগুলি        হয়        দুঃখদায়ক  

= টমের কাছে সোমবার সকালগুলি সর্বদা দুঃখদায়ক ছিল  ।     (1.- মিজারেবেল)

2) Monday began another week’s slow suffering2 in school.             

     সোমবার      শুরকরত আরেকটি      সপ্তাহের    ধীর         যন্ত্রনার           বিদ্যালয়ে            

= সোমবার বিদ্যালয়ে আরেকটি ধীর যন্ত্রনার সপ্তাহের শুরু / সূচনা হত।।     (2.- সাফারিং)   

3) Tom lay thinking.

         টম     শুয়ে      ভাবছিল

= টম শুয়ে ভাবছিল / চিন্তা করছিল ।। 

4)  Presently3, he wished that he  was sick4: then he could stay home from school.

             এখন              সে    চাইছিল      যে       সে    ছিল   অসুস্থ      তাহলে সে    পারত  থাকতে বাড়িতে   থেকে    বিদ্যালয়

= এখন / আপাতত টম চাইছিল, সে অসুস্থ হলে বিদ্যালয় না গিয়ে সে বাড়িতে থাকত ।। (3.- প্রেজেন্টলি ;4.- সিক )

5) He investigated5 his body with the hope of finding some ailment6.

      সে           পরীক্ষাকরল          তার  শরীর    নিয়ে           আশা         খুঁজেপাওয়ার   কিছু      অসুস্থতা

= সে অসুস্থতার কোন লক্ষন খুঁজে পাওয়ার আশায় তার শরীর ভালোভাবে পরীক্ষা করল ।।(5.- ইনভেসটিগেটেড; 6.-এলমেন্ট)

6) He thought that he  had found symptoms7 of stomach trouble8.                         

      সে        ভাবল       যে   সে    পেয়েছে খুঁজে             লক্ষন                     পেটের           সমস্যা           

= সে ভাবল যে সে পেটের সমস্যার কিছু লক্ষন খুঁজে পেয়েছে  (7.- সিম্পটমস; 8.-ট্রাবল)

7) He began to grow hopeful.

      সে     হয়ে উঠল                আশাবাদী

    = সে আশাবাদী হয়ে উঠল ।।

8) However, the symptoms soon grew feeble9and wholly10 went away.         

          যাইহোক                    লক্ষনগুলি       শীঘ্রই     হল       দুর্বল       এবং    সম্পূর্নভাবে          চলেগেল         

= যাইহোক লক্ষনগুলি শীঘ্রই দুর্বল হয়েগেল এবং সম্পূর্ন ভাবে চলেগেল / মিলিয়েগেল ।।  (9.- ফিবেল;10.- হোললি)

9) Tom thought further11.

        টম         ভাবল        আরোএকটু

  = টম আরও একটু ভাবল ।।     (11.- ফারদার )

10) Suddenly he discovered12 something. 

              হঠাৎ          সে       আবিস্কারকরল               কিছু              

= সে হঠাৎ করে কিছু আবিস্কার করল ।।    (12.- ডিসকভার্ড)

11) One  of  his  upper front teeth was loose13.

       একটি  মধ্যে  তার   উপরের    পাটি      দাঁতের  ছিল   আলগা  

= তার উপরের পাটির দাঁতগুলির মধ্যে একটি নড়ছিল ।।     (13.- লুস)

12) He felt   lucky.

       সে  মনেকরল ভাগ্যবান  

= সে নিজেকে ভাগ্যবান মনেকরল ।।

13) He was about to groan14 when it occurred15 to him that Aunt Polly was to know she

      সে  যাচ্ছিল     প্রায়          চিৎকার        যখন  এটি     উদয়হল      কাছে তার   যে     কাকিমা   পলি     পারে        জানতে   তিনি  

would surely pull it out and that would hurt16.

দেবেন     নিশ্চয়ই   তুলে এটি          এবং  যেটা        হবে       কষ্টের

 = সে প্রায় চিৎকার করতে ( গোঙাতে ) যাচ্ছিল যখন তার মাথায় এল যদি পলি কাকিমা ( মাসি ) এটি যানতে পারেন তাহলে তিনি নিশ্চয়ই এটি উপড়ে দেবেন এবং সেটা খুব কষ্টের হবে  ।। (14.- গ্রোওন; 15.-অকার্ড ;16.-হার্ট)

14) Tom thought he would hold the tooth in reverse17  for the present.

            টম      ভাবল        সে     রাখবে      ধরে         দাঁতটি             সংরক্ষনকরতে    জন্য          এখনকার

= টম ভাবল সে এখনকার মত দাঁতের ব্যাপারটি (সংরক্ষন করে) তুলে  রাখবে ।। (17.- রিসার্ভ)

15) He remembered hearing from a doctor that a certain18 ailment could lay up     a

         সে             মনেকরল         শুনেছিল     থেকে এক ডাক্তার     যে এক     নির্দিষ্ট            অসুস্থতা      পারে   শয্যাশায়ী    এক

 patient for three days and make him  loose  a  finger.

 রোগী          জন্য    তিন       দিন   এবং    পারে     তাকে     হারাতে একটি আঙুল 

= তার মনে পড়ল সে একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল যে হঠাৎ অসুস্থতা একটি রোগীকে তিন দিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে এবং তার একটি আঙুল নষ্ট করে দিতে পারে ।।       (18.- সার্টেন)

16) He  eagerly19  drew    his   sore toe from under the sheet and held   it  up  for

      সে        উদগ্রীবহয়ে      বেরকরল    তার       ক্ষত   আঙুল  থেকে      নীচ                 চাদর       এবং    ধরল    এটি  তুলে   জন্য   

 inspection20.

     পর্যবেক্ষন                  (19.- ইগারলি; 20.-ইনসপেকশান)

= সে উদগ্রীব হয়ে চাদরের নীচে থেকে তার ক্ষত পায়ের আঙুল / পাতাটা বের করল এবং পরীক্ষা করার জন্য উপরের দিকে তুলে ধরল ।।

17) He did not know the necessary symptoms21.    

         সে    না          জানত                     আবশ্যিক      লক্ষনগুলি\ উপসর্গ         

= সে আবশ্যিক/ দরকারী উপসর্গ / লক্ষনগুলি জানত না  ।।   (21.- নেসেসারি সিম্পটমস)

18) However, it seemed like a good chance.

         যাইহোক      এটি    মনেহল    মতো এক  ভালো   সুযোগ

= যাইহোক এটা তার কাছে একটি ভালো সুযোগ বলে মনে হল  ।।

19) Tom fell to groaning.                                    

             টম     লাগল      আর্তনাদ                        

= টম আর্তনাদ করতে / কাতরাতে লাগল ।।       

20) but his brother Sid slept on.

         কিন্তু  তার      ভাই         সিড ঘুমিয়েরইল

 = কিন্তু তার ভাই সিড ঘুমোতে থাকল ।।

21) Tom groaned louder.                

           টম    আর্তনাদকরল আরোজোরে 

টম আরো জোরে আর্তনাদ করে / কাতরে উঠল ।।      

22) He fancied22 that he  began    to feel  pain in the toe.

         সে    কল্পনাকরল       যে   সে    শুরুকরেছে   অনুভব    যন্ত্রনা পায়ের আঙুলে

= সে কল্পনা করল যে সে পায়ের আঙুলে ব্যাথা অনুভব করতে শুরুকরেছে  ।। (22.- ফ্যানসিড)

23) No response23 came from Sid.         

         না          সাড়া                  এল      থেকে   সিড        

= সিডের কাছ থেকে কোন সাড়া এল না ।।    (23.- রেসপন্স)

24) Tom then started a succession24 of groans. 

           টম     তারপর   শুরুকরল          একটানা                    গোঙানি

= তারপর টম একটানা গোঙাতে / আর্তনাদ করতে শুরু করল ।।   (24.- সাকসেশান)

25) However, Sid snored25 on.          

            যাইহোক       সিড   নাকডেকে    চলল        

= যাইহোক সিড নাক ডেকেই চলল ।।   (25.- স্নোরড)

  26) Tom became excited26

             টম        হয়েপড়ল      উত্তেজিত      

= টম উত্তেজিত হয়ে পড়ল ।।       (26.- এক্সসাইটেড)

27) He said, “Sid, Sid! And shook27 him.

          সে   বলল        সিড সিড   এবং      ঝাঁকাল       তাকে    

= সে বলল, সিড, সিড এবং তাকে নাড়াদিল ।      (27.- শুক)

28) This course28 worked well. 

           এই        ঘটনা            কাজদিল     ভালো   

 = এই ঘটনা ভালোই কাজ দিল ।।       (28.- কোর্স)

29) Sid yawned29, then raising himself on his elbow, stared30 at Tom.     

         সিড    হাইতুলল         তারপর    তুলল      নিজেকে  ওপর তার কনুই         তাকাল      দিকে টম

সিড হাই তুলল, তারপর কনুইয়ের ওপর ভর দিয়ে উঠে টমের দিকে তাকিয়ে রইল (29.- ইয়নড;30.-স্টেয়ারড)

30) Tom went on groaning.                             

           টম       করেচলল       আর্তনাদ                   

= টম আর্তনাদ করেই চলল ।।        

31) Sid said, “tom ! say Tom!”

           সিড বলল        টম       বল       টম  

= সিড বলল, টম ! বল টম ।।   

31) No response.

          না         উত্তর

= কোন উত্তর এল না ।।

32) “Here, Tom! Tom! What’s the matter, Tom!”  

            এখানে       টম       টম          কি হয়                 ব্যাপার       টম              

= “এই যে টম ! ব্যাপারটা কি টম ?

33) Sid shook him and looked in his face anxiously31.

          সিড    ঝাঁকাল  তাকে এবং     তাকাল         তার    মুখে       উদবিগ্নভাবে         

সিড তাকে ঝাঁকাল এবং উদবিগ্নভাবে তার মুখের দিকে তাকাল ।। (31.- অ্যাংশাসলি)

34) Tom moaned32 out: “Oh, don’t Sid.                                   35) Don’t shake me”.

           টম            আর্তনাদকরল             ও        না       সিড                                                       না        ঝাঁকাও   আমাকে

= টম আর্তনাদ করে উঠল, না সিড,এমন করোনা(32.- মোরনড)                                             = আমাকে ঝাঁকুনি দিও না ।।

36) “Why, what’s the matter, Tom?   37) I   must  call auntie”.            38) “No, never mind.

             কেন    কি হয়            ব্যাপার              টম              আমি অবশ্যই  ডাকব কাকিমা                                না            বাদ দাও

= কেন কি ব্যাপার টম ।।                                                           = আমি কাকিমাকে আবশ্যই ডাকব ।।                         = না বাদ দাও / ঠিক আছে

39) It’ll be over by and by, may be.                   40) Don’t call anybody”.

         এটি      যাবে  চলে      একটু  পরে    হয়তো                                        না   ডাকো    কাউকে

= হয়তো এটা একটু পরেই চলে যাবে / ঠিক হয়ে যাবে ।।                       = কাউকে ডেকো না ।।

41) “But I      must!                                  42) Don’t groan   so,    Tom, it’s awful33.            

           কিন্তু  আমি অবশ্যই                                                            না    আর্তনাদ      এমন      টম     এটি    ভয়ানক  

= কিন্তু আমাকে অবশ্যই ডাকতে হবে                                                 = এভাবে আর্তনাদ করোনা টম, এটা ভয়ানক  (33.- অ্যাওফুল)        

43) How long have you been this way?”

            কত  ক্ষন      থাকবে   তুমি           এই  ভাবে           

 = কতক্ষন তুমি এইভাবে থাকব ?

44) “Hours.  Ouch! Oh, don’t stir   so, Sid.                45) You     ’ll kill        me”.

           অনেকক্ষন     ওফঃ       ও:      না     নাড়াও এমন সিড                              তুমি       মেরে ফেলবে   আমাকে

= ওফ: সিড, : আমাকে এমন ভাবে নাড়িও না ।।                                                  = তুমি আমাকে মেরে ফলবে ।।

46) “Tom, Why didn’t you wake  me sooner?      47) Oh, Tom you aren’t dying, are you?

             টম         কেন      না       তুমি  জাগাও   আমাকে  আগে                     ও         টম   তুমি    যাচ্ছনা      মারা     হও    তুমি

= টম, তুমি কেন আমাকে আগে জাগাও নি?                                                         = টম, তুমি মারা যাচ্ছ না, তাই না কি ??

48) Don’t Tom, oh don’t”.               49) “I forgive everybody, Sid.       50) Tell them so.

            না            টম       ও     না                                  আমি ক্ষমাকরছি     সকলকে        সিড                    বলো   তাদের এমন

= না টম, না, এমন কোরো না ।।                                                = সিড, আমি সকল কে ক্ষমা করলাম ।।                  = তাদের একথা বলো

51) Sid had rushed to call help. 

          সিড   দৌড়ে গেল          চাইতে    সাহায্য 

= সিড দৌড়ে সাহায্য চাইতে গেল ।।

Read More: Tales of Bhola Grandpa
Read More: All About a Dog
Read More: Autumn

52) Tom’s imagination34 was working perfectly by now and his groans had gathered35

        টমের              কল্পনা                  করছিল     কাজ          ঠিকঠাক       এখন        এবং  তার      আর্তনাদ             করছিল  

 a genuine36 tone.

 একটি  সত্যি রব/স্বর = টমের কল্পনা ঠিকঠাক কাজ করছিল এবং তার আর্তনাদ সত্যি বলে মনে হচ্ছিল ।। (34.- অ্যাওফুল,35.- গ্যাদার্ড, 36.- জেনুইন)        

53) Meanwhile37, Sid flew downstairs38 and said: “Oh, aunt Polly, come! Tom’s dying!”

           ইতিমধ্যে                 সিড  নামল        নীচেরতলায়          এবং    বলল      ও    কাকীমা  পলি       এস         টম     যাচ্ছে মারা

= ইতিমধ্যে সিড নীচের তলায় নামল এবং বলল, পলি কাকীমা, টম মরতে বসেছে (37.- মিনহোয়াইল; 38.-ডাউনস্টেয়ারস)        

54)  “Dying?”    55) “Yes. Don’t wait, come quick.”   56) “What rubbish! I don’t believe it”.

          মারাযাচ্ছে                       হ্যাঁ   না  অপেক্ষাকর    এস   তাড়াতাড়ি                   কি        বাজেকথা   আমি করিনা বিশ্বাস    এটি

= “মারা যাচ্ছে”      = হ্যাঁ ,আর আপেক্ষা কোরো না , তাড়াতাড়ি এস    = কি বাজে বকছো , আমি এটা বিশ্বাস করি না

57) She flew    upstairs   with Sid and Mary, Tom’s cousin.

          তিনি  দৌড়ে     উপরেরতলায়   সঙ্গে    সিড  ও       মেরি       টমের   খুড়তুতোবোন

= তিনি সিড এবং টমের খুড়তুতো বোন মেরি  কে নিয়ে দৌড়ে উপরের তলায় গেলেন ।।    

58) Her face grew pale39 and her lips trembled40.

         তার   মুখ       হল     ফ্যাকাশে    এবং   তার   ঠোঁট     কাঁপতেলাগল

= তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার ঠোঁটদুটি কাঁপতে লাগল।। (40.- ট্রেমবেল্ড)        

59) When she reached the bedside,   she gasped out41.

       যখন       তিনি       পৌঁছালেন         বিছানারপাশে    তিনি  হাঁপাতেহাঁপাতে

= যখন তিনি বিছানার পাশে পৌঁছালেন , তিনি হাঁপাতে হাঁপাতে  বললেন ।।   (41.- গ্যাসপড আউট)        

60) “Tom! Tom, What’s the matter with you?”               61) “Oh, auntie, I’m..”

            টম        টম         কি হয়             ব্যাপার      সাথে তোমার                                    ও     কাকীমা      আমি

= টম, টম, তোমার কি হয়েছে ?                                                                                       = ওঃ কাকীমা , আমার ….

62) “what is the matter with you child?”   63) “Oh,  auntie, my       toe        is paining.”

              কি        হয়          ব্যাপার     সাথে    তোমার বাছা                   ও         কাকীমা  আমার   পায়ের আঙুল হচ্ছে    যন্ত্রনা

= তোমার কি হয়েছে বাছা ?                                                                    = ওঃ কাকীমা , আমার পায়ের আঙুলে যন্ত্রনা হচ্ছে ।।

64) The old lady sank into a chair.      65) She laughed a little, then cried a little.

             বয়স্ক   মহিলাটি বসেপড়লেন    চেয়ারে              তিনি   হাসলেন     একটু    তারপর  কাঁদলেন   একটু

= বয়স্ক মহিলাটি একটি চেয়ারে বসে পড়লেন ।।                          = তিনি একটু হাসলেন, তারপর একটু কাঁদলেন ।।

65) Then she said:   :Tom, what  a shock you did give me! 

          তারপর তিনি বললেন       টম        কি         আঘাত     তুমি     দিলে আমাকে

= তারপর তিনি বললেন টম, তুমি আমায় কি আঘাতটাই না দিল  

66) Now shut up the nonesense42 and get out of this”.     67) The groans ceased43.

          এখন     বন্ধকর               বোকাবোকাকথা       এবং   বের   হও  থেকে এই                           আর্তনাদ      থেমেগেল

= এখন এই বোকা বোকা কথা বন্ধ কর এবং এই সব থেকে বেরিয় এস (42.-ননসেন্স) = আর্তনাদ থেমেগেল / বন্ধ হল (সিসড)       

68) The toe pain vanished44.

               পায়ের   যন্ত্রনা       মিলিয়ে গেল 

= পায়ের যন্ত্রনা মিলিয়ে গেল ।।   (44.- ভ্যানিশড)        

69) Tom felt    a  little foolish and said , “Aunt Polly, how my tooth aches45!

             টম  মনেকরল  একটু         বোকা   এবং     বলল     কাকীমা     পলি    কেমন আমার দাঁত যন্ত্রনা করছে (45.একস- )        

= টমের নিজেকে একটু বোকা বোকা মনে হল, এবং বলল, পলি কাকীমা আমার দাঁত কেমন যন্ত্রনা করছে

70) The pain is more than that in my        toe.

               যন্ত্রনাটি   হয় আরো     চেয়ে    যেটা     আমার পায়ের আঙুলে    = পায়ের আঙুলের চেয়ে আমার বশী যন্ত্র না হচ্ছে

71) Your tooth, indeed! What’s the matter with your tooth?”

            তোমার  দাঁত        সত্যিই        কি                ব্যাপারটি      সঙ্গে     তোমার    দাঁত

= সত্যিই তোমার দাঁতে , তোমার দাঁতে কি হয়েছে ?

72) “One    of them  is loose and   it     aches awfully46”.

     একটি      মধ্যে তাদের    হয়  আলগাএবং    এটি       যন্ত্রনাহচ্ছে     ভয়ানক     (41.- অ্যাওফুলি)        

= এদের মধ্যে একটি নড়ছে এবং ভয়ানক যন্ত্রনা করছে ।।

73) “There, there, now don’t begin that groaning again.        74) Open your mouth.

            এইযে      এইযে  এখন       না        শুরুকর  ওই     আর্তনাদ      আবার                        খোল      তোমার   মুখ

= এইযে এইযে, আবার ওই আর্তনাদ শুরু কোরো না ।।                                                               = তোমার মুখ খোল ।।

75) Your tooth is  loose but you’re not going to die for that.

         তোমার    দাঁত   হয়    আলগা  কিন্তু   তুমি              যাচ্ছনা        মারা    জন্য   এর

= তোমার দাঁতটা আলগা হয়ে গেছে কিন্তু এর জন্য তুমি মারা যাবে না ।।

76) Mary, get   me       a       silk thread47”.

         মেরি      দাও আমাকে    একটি   সিল্কের     সূতা     = মেরি আমাকে একটি সিল্কের সূতা দাও ।।  (47.- সিল্ক থ্রেড)        

77) Tom said: “Oh, please auntie, don’t pull it out.       78) It doesn’t hurt any more.

           টম      বলল       ও      দয়াকরে   কাকীমা        না  টেনো  এটি বাইরে             এটি    করছেনা     যন্ত্রনা      আর

= টম বলল, : কাকীমা দয়াকরে এটিকে টেনে তুলো না                                                  = এটা আর যন্ত্রনা করছে না ।।

79) Please auntie, I don’t want to stay home from school.”

         দয়াকরে    কাকীমা  আমি      চাইনা            থাকতে  বাড়িতে  থেকে  বিদ্যালয়

= দয়াকর কাকীমা, আমি বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে থাকতে চাইনা ।।

80) “So all this was because you wanted to stay home form school and go fishing?

       সুতরাং সবকিছু     ছিল       কারন     তুমি     চাইছিলে       থাকতে   বাড়িতে  থেকে    বিদ্যালয়   ও    যেতে মাছধরতে

= সুতরাং, তুমি এই সবকিছু করছিলে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে থাকতে এবং মাছ ধরতে যেতে ।।

81) Tom, Tom,  I      love     you so much and you try to break my heart in every way   

       টম          টম   আমি  ভালোবাসি তোমাকে   এতটা      ও    তুমি    চাইছো    আঘাত আমার   হৃদয়       সবদিকদিয়ে     

with your naughtiness!48”

দ্বারা    তোমার         দুষ্টুমি               (48.- নটিনেস)        

= টম, টম, আমি তোমাকে এতটা ভালোবাসি আর তুমি চাইছো আমার মনে আঘাত করতে তোমার দুষ্টুমি দিয়ে ।।

82) By this time the dental instrument49 was ready.     (49.- ডেন্টাল ইনস্ট্রুমেন্ট)        

              ইতিমধ্যে                   দাঁততোলার      যন্ত্রপাতি            হয়েছিল  প্রস্তুত = ইতিমধ্যে দাঁততোলার যন্ত্রপাতি প্রস্তুত হয়েছিল।।

83) The old lady fastened50one end of the silk thread to Tom’s tooth and the other

        বয়স্ক   মহিলাটি       বাঁধলেন            এক   প্রান্ত          রেশমের      সুতো     তে   টমের      দাঁত       এবং          অন্য 

end to the bed-post.

প্রান্ত  তে  বিছানার  পায়ায়    (50.- ফাসটেনড)        

= বয়স্ক মহিলাটি রেশমের সূতোর একপ্রান্ত বাঁধলেন টমের দাঁতের সঙ্গে এবং অন্য প্রান্তটি বাঁদলেন বিছানার পায়ায় ।।

84) She pulled and the tooth hung dangling51by the bed post.

         তিনি  টানলেন   এবং             দাঁতটি   ঝুলল          দুলতে            ধারে        বিছানার পায়া

= তিনি টান দিলেন এবং দাঁতটি বিছানার ধারে / পায়ের কাছে ঝুলে দুলতে লাগল ।।   (51.- ড্যাংলিং)        

85) Tom now had  a   gap in     his    upper row of teeth.

          টমের  এখন    হল এক   ফাঁক মধ্যে     তার      উপরের  পাটি   দাঁতের

= টমের এখন উপেরের দাঁতের পাটিতে একটা ফাঁক হল ।।

86) This enabled52 him to smile  in        a     new and admirable53way.

          এটা    সমর্থকরল       তাকে      হাসতে  করে       এক     নতুন   এবং       প্রশংশনীয়ভাবে

= এটা তাকে এক নতুন প্রশংশনীয় /সুন্দর ভাবে হাসতে সমর্থ করল ।।  (52.- এনাবেলড; 53.- অ্যাডমিরেবেল)        

**************************************   ০০০০০০০০০০০ **************************************

Read More: A day in the Zoo
Read More: All Summer in a Day
Read More: Mild the Mist Upon the Hill

এই গদ্যটির PDF ফাইলটি ডাউনলোড করতে নীচের লিঙ্কটি ক্লিক করুন 👇👇👇👇

গদ্যটির ভিডিটি দেখতে ক্লিক করুন👇👇👇👇

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Adblock Detected

You can disable your ad blocker in your browser to continue browsing.