Class 3 Lesson 2 Animal Meeting Bengali Meaning

ক্লাস 3 এর Lesson-2 এর Animal Meeting-এর বাংলা অর্থ আলোচনা করা হল । Text টির PDF ও দেওয়া হল ডাউনলোড করার জন্য ।
Lesson 2 of Class 3 named Animal Meeting is discussed word by word in Bengali.

Dear Students,
Studysolves.com পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Class 3 Lesson 2 Animal Meeting Bengali Meaning
প্রতিবছর পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Class 3 Lesson 2 Animal Meeting Bengali Meaning. নিচে Class 3 Lesson 2 Animal Meeting Bengali Meaning টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। নিয়মিত বিনামূল্যে পড়াশোনা করতে এবং নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে বিনামূল্যে ডাউনলোড করতে এবং ভিডিও ক্লাস করতে আমাদের ওয়েবসাইট www.studysolves.com ভিজিট করুন।

Animal Meeting Bengali Meaning

Lesson -2

Animal Meeting

Let’s read:

1) Once(ওয়ান্স) upon a time, some wild(ওয়াইল্ড) animals decided (ডিসাইডেড) to have a

  একদা             এক  সময়ে    কিছু     বন্য              পশুরা   স্থিরকরেছিল                 করবে এক

meeting (মিটিং).

    সভা

= একদা কোন এক সময়ে কিছু বন্য পশুরা স্থির করে করেছিল একটা সভা করবে ।

2) Animals came(কেম) from all over the world(ওয়ার্ল্ড) to attend(অ্যাটেন্ড) this meeting.

  পশুরা     এসেছিল       থেকে     সারা          পৃথিবী               যোগদিতে           এই     সভায়

= সারা পৃথিবী থেকে পশুরা এই সভায় যোগদিতে এসেছিল ।

3)The lion came (কেম)from Africa, the tiger from India and the polar(পোলার) bear

       সিংহ   এসেছিল        থেকে   আফ্রিকা        বাঘ   থেকে  ভারতবর্ষ্ এবং    মেরু             ভল্লুক

from Siberia.

থেকে   সাইবেরিয়া  = সিংহ এসেছিল আফ্রিকা থেকে, বাঘ ভারতবর্ষ্ থেকে এবং মেরু ভল্লুক সাইবেরিয়া থেকে ।

4) Many other animals came   from faraway(ফার অ্যাওয়ে) countries.(কানট্রিস)

     অনেক   অন্য    পশুরা    এসেছিল থেকে   অনেকদূরের                   দেশ

= অন্য অনেক পশুরা এসেছিল অনেক দূরের দেশ থেকে ।

5) As the lion is the king of the beasts(বিস্টস), he conducted(কনডাক্টেড) the meeting.

যেহেতু  সিংহ  হল      রাজা               পশুদের             সে   পরিচালনাকরল                সভাটির

= যেহেতু সিংহ ছিল বনের রাজা, তাই সে সভাটি পরিচলনা করল ।

6) Lion (roars)(রোরস)- Welcome(ওয়েলকাম), dear(ডিয়ার) friends. We are here to

    সিংহ   গর্জ্নকরে              স্বাগতম                      প্রিয়             বন্ধুরা    আমরা আছি এখানে

share (শেয়ার)  our    problems(প্রবলেমস).

ভাগকরেনিতে   আমাদের  সমস্যাগুলি

= সিংহ (গর্জ্নকরে) স্বাগতম প্রিয় বন্ধুরা । আমরা এখানে এসেছি আমাদের সমস্যাগুলি ভাগ করে নিতে ।

 7)Tiger (roars)- Hello! I am from India.   

     বাঘ     গর্জ্নকরে   হ্যালো আমি   থেকে  ভারতবর্ষ্   = বাঘ গর্জ্ন করে বলল, আমি ভারতবর্ষ্ থেকে ।           

8) In our country(কান্ট্রি) men are destroying(ডেসট্রয়িং) the forests.

     আমাদের  দেশে             মানুষেরা     ধ্বংসকরছে                        জঙ্গল     

= আমাদের দেশের মানুষেরা /লোকজন জঙ্গল ধ্বংস করে চলেছে ।

 9) So   we     have nowhere(নো হয়ার) to live.

    তাই আমাদের নেই   কোনো যায়গা            বাসকরার  

= তাই আমাদের বাস করার মতো কোনো যায়গা নেই ।। 

10)  Lioness (roars)- How terrible (টেরিবেল )!

        সিংহী      গর্জ্নকরে     কি     ভয়ানক                  = সিংহী : (গর্জ্নকরে ) কি ভয়ানক !!

11)  Tigress (roars)- Besides (বিসাইডস),   men   are also hunting (হান্টিং) deer.

        বাঘিনী     গর্জ্নকরে  পাশাপাশি              মানুষেরা  করছে  ও    শিকার            হরিণ

= বাঘিনী গর্জ্ন করে : এর পাশাপাশি / সাথে সাথে মানুষেরা হরিনও শিকার করছে ।

12)  It   is   our   main (মেন) food.

     এটি হয় আমাদের প্রধান         খাবার    = এটি আমাদের প্রধান খাবার / খাদ্য্ ।

13) So   it   is difficult(ডিফিকাল্ট) for    us to  find food nowadays. (নাউ এ ডেজ)

     তাই এটি হয়     কঠিন                 জন্য্ আমাদের খোঁজা  খাবার    আজকাল

= তাই আমাদের কাছে আজকাল খাবার খোঁজা কঠিন ।

14)Tiger (roars)- Men are also killing (কিলিং)us    for    our beautiful skin(স্কিন), our

     বাঘ    গর্জ্নকরে  মানুষেরা     ও   হত্যাকরছে     আমাদের জন্য আমাদের সুন্দর   চামড়া    আমাদের

bones(বোনস), claws(ক্লজ) and teeth.

 হাড়                নখ            এবং   দাঁত

= বাঘ গর্জ্ন করে : মানুষেরা আমাদের হত্যা করছে সুন্দর চামড়ার জন্য, আমাদের হাড়ের জন্য, আমাদের নখ ও দাঁতের জন্য ।।

15) There    is only (অনলি) a handful(হ্যান্ডফুল) of tigers left (লেফ্ট্) in our forests.

     সেখানে   আছে কেবল        এক মুঠো / গুটিকয়েক           বাঘ  পড়ে             আমাদের জঙ্গলে

= আমাদের জঙ্গলে কেবল গুটি কয়েক বাঘ পড়ে আছে ।

 16) Gorilla (gibbers)-  I    am from the Congo basin.(বেসান)

          গরিলা    আওয়াজকরে আমি হই থেকে         কঙ্গো    অববাহিকা

= গরিলা (গড় গড় আওয়াজ করে) : আমি কঙ্গো অববাহিকা থেকে আসছি ।  

 17) We     also have a similar (সিমিলার) problem.

     আমাদের    ও    আছে       একই                    সমস্যা

= আমাদেরও একই সমস্যা ।              

18) Our    rainforests  (রেইন ফরেস্ট)are vanishing (ভ্যানিশিং) fast.

    আমাদের    বৃষ্টি অরন্য                 অদৃশ্যহচ্ছে /কমে যাচ্ছে             দ্রুত

= আমাদের বৃষ্টি অরন্য দ্রুত কমে যাচ্ছে ।

19) Polar Bear (growls) (গ্রাউলস)- We    have a  different (ডিফারেন্ট) problem though.

      মেরু   ভল্লুক   গর্জনকরে            আমাদের আছে এক আলাদা                     সমস্যা     যদিও

= মেরু ভল্লুক গর্জ্ন করে : আমাদের যদিও আলাদা সমস্যা আছে ।

 20) Fox (barks) (বার্কস)Tell     us   (আস) about it,    Mr.     Polar Bear.

     শেয়াল ডেকে উঠে       বলুন   আমাদের        ব্যাপারে এটির মহাশয়  মেরু ভল্লুক

= শেয়াল ডেকে উঠে বলল: মেরু ভল্লুক মহাশয় এ ব্যাপারে আমাদের বলুন ।

21) Polar Bear (growls)-( গ্রাউলস)The temperature (টেমপারেচার) of the earth is

      মেরু     ভল্লুক   গর্জন করে                       তাপমাত্রা                         পৃথিবীর    যাচ্ছে

rising(রাইজিং) gradually(গ্রাজুয়ালি).

বেড়ে               ক্রমাগত

= মেরু ভল্লুক গর্জ্ন করে : পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে ।

22) This is called global (গ্লোবাল)_ warming.( ওয়ারমিং)

      একে   বলা হয়    বিশ্ব       উষ্ণায়ন

= একে বিশ্ব-উষ্ণায়ন বলে ।

 23) It   is   our        main(মেইন) problem.

     এটি হয় আমাদের      প্রধান             সমস্যা   = এটি আমাদের প্রধান সমস্যা ।

24) Zebra (brays) (ব্রেয়স)- But how does global warming affect(অ্যাফেক্ট) you ?

      জেব্রা     ডাকদিয়ে           কিন্তু  কিভাবে       বিশ্ব      উষ্ণায়ন  ক্ষতিকরে      আপনাদের

= জেব্রা ডাক দিয়ে : কি ভাবে বিশ্ব উষ্ণায়ন আপনাদের ক্ষতি করে ?

25) Polar Bear (growls)- It melts (মেল্টস) the ice.

      মেরু   ভল্লুক    গর্জ্ন করে  এটা গলিয়েদেয়         বরফ

= মেরু ভল্লুক (গর্জ্নকরে) এটা বরফ গলিয়ে দেয় ।

26) It makes the climate (ক্লাইমেট) warmer (ওয়ারমার).

    এটি করে          জলবায়ুকে           আরো উষ্ণ

= এটা জলবায়ুকে আরও উষ্ণ করে ।

27) We cannot survive(সারভাইভ) in such (সাচ) conditions(কন্ডিশান).

     আমরা পারিনা    বাঁচতে               এইরকম          পরিস্থিতিতে

= আমরা এইরকম পরিস্থিতিতে বাঁচতে পারি না ।

28) Giraffe – But who is responsible(রেসপন্সিবেল) for this global warming?(গ্লোবাল ওয়ারমিং)

      জিরাফ       কিন্তু  কে   হয়    দায়ী                      জন্য  এই   বিশ্ব      উষ্ণায়ন

= জিরাফ- কিন্তু কে তাহলে এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী ?

29) Vulture(ভালচার) (screams)(স্ক্রিমস)- Who else(এলস), but men!

       শকুন                    চিৎকার                 কারা  ছাড়া               মানুষ

= শকুন (চিৎকার করে ) মানুষ ছাড়া আর কে !

30) Crocodile – Men also pollute (পলিউট) water.

        কুমির          মানুষ   ও   দূষিতকরে              জল

= মানুষ জলও দূষিত করে ।

31) Water pollution(পলিউশান) kills the fishes in the river.

        জল        দূষন                 মেরেফেলে  মাছেদের         নদীতে

= জল দূষন নদীর মাছেদের মেরে ফেলে ।

32) So we cannot find enough (এনাফ) food.

    তাই আমরা পাইনা  খুঁজে   যথেষ্ট্               খবার

= তাই আমরা যথেষ্ট্ খাবার খুঁজে পাই না।

33) Snake (hisses)- Men        kill         us   out of fear(ফিয়ার).

       সাপ   হিস হিসকরে মানুষেরা মেরেফেলে  আমাদের পেয়ে  ভয়     

= সাপ (হিস হিস করে) – মানুষেরা আমাদের ভয় পেয়ে মেরে ফেলে ।

34) They think(থিঙ্ক) we are harmful(হার্ম্ ফুল).

       তারা    ভাবে        আমরা হই  ক্ষতিকর

= তারা ভাবে আমরা ক্ষতিকর ।

35) Deer – But your   bite (বাইট) is poisonous(পয়জেনাস).

      হরিন    কিন্তু তোমার  কামড়        হয়      বিষাক্ত 

= কিন্তু তোমার কামড় বিষাক্ত ।

36) It   can really(রিয়েলি) kill        a     man.

    এটি  পারে  সত্যি        মেরেফেলতে একজন মানুষকে

= এটি সত্যি একজন মানুষকে মেরে ফেলতে পারে ।

37) Snake (hisses)- But   I     only bite to protect(প্রোটেক্ট) myself.(মাইসেল্ফ্)

       সাপ   হিস হিসকরে কিন্তু আমি কেবল কামড়াই রক্ষাকরতে           নিজেকে ।

= সাপ (হিস হিস করে) – কিন্তু আমি কেবল নিজেকে রক্ষা করতে কামড়াই ।

 38) Besides, my poison(পয়জেন) is very valuable. (ভ্যালুয়েবল)

      পাশাপাশি  আমার বিষ                হয়  খুব     মূল্যবান      = পাশাপাশি আমার বিষ খুব মূল্যবান ।        

39) Men       use        my poison for making medicines.(মেডিসিনস)

    মানুষেরা  ব্যবহারকরে  আমার  বিষ    জন্য তৈরিকরতে   ওষুধ

= মানুষেরা আমার বিষ ব্যবহার করে ওষুধ তৈরি করার জন্য ।

40) Elephant (trumpets)(ট্রামপেটস)- So men    are responsible(রেসপন্সিবেল) for our

       হাতি        আওয়াজকরে             সুতরাং মানুষেরা হয়   দায়ী                         জন্য আমাদের

problems!

সমস্যা          = হাতে আওয়াজ করে – তাই /সুতরাং মানুষেরাই আমাদের সমস্যার জন্য দায়ী ।

41) Lion (roars)- This earth(আর্থ্) is our         home too.

      সিংহ   গর্জন করে এই    পৃথিবী      হয় আমাদের বাসস্থান/ঘর ও

= সিংহ গর্জন করে – এই পৃথিবী আমাদেরও ঘর/বাসস্থান ।

42) They must give   us        a   chance (চান্স) to live in it.

      তারা  অবশ্যই  দেবে আমাদের এক সুযোগ              বাসকরার এতে

= তারা অবশ্যই আমাদের এখানে বাস করার /বা?চার সুযোগ দেবে ।

 43) All the animals together (টুগেদার) – 0 Lord (লর্ড্) ! Give men good sense. (সেন্স)

      সকল     পশুরা      একসাথে                  ও   ভগবান/ঈশ্বর   দাও  মানুষকে  সু      বুদ্ধি

= সকল পশুরা একসাথে :- ও ঈশ্বর! /ভগবান ! মাউষকে সু-বুদ্ধি দাও ।

Make them kind. (কাইন্ড)

করো    তাদের দয়ালু                তাদের দয়ালু করো ।

44) Teach (টিচ)them to share (শেয়ার) the earth  with us peacefully(পিসফুলি).

     শিক্ষাদাও      তাদের    ভাগকরেনিতে         পৃথিবীকে  সঙ্গে আমাদের শান্তিপূর্ন্ ভাবে

= তাদের শিক্ষাদাও পৃথিবীকে আমাদের সঙ্গে শান্তিপূর্ন্ ভাবে ভাগকরে নিতে ।

সুতরাং, দেরি না করে এখনই Animal Meeting Bengali Meaning PDF টি ডাউনলোড করুন

Download Animal Meeting Bengali Meaning PDF

File Details:-
File Name:- Animal Meeting Bengali Meaning PDF
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!