The Grasshopper and the Ants Bengali Meaning Class 3 Lesson 3 Unit 1

ক্লাস 3 এর Lesson-3 এর Unit- 1 এর The Grasshopper and the Ants-এর বাংলা অর্থ আলোচনা করা হল । Text টির PDF ও দেওয়া হল ডাউনলোড করার জন্য ।
Lesson 3 of Class 3 named The Grasshopper and the Ants is discussed word by word in Bengali.

Dear Students,
Studysolves.com পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা। নিয়মিত
বিনামূল্যে পড়াশোনা করতে এবং নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে বিনামূল্যে ডাউনলোড করতে এবং ভিডিও ক্লাস করতে আমাদের ওয়েবসাইট www.studysolves.com ভিজিট করুন।

The Grasshopper and the Ants Bengali Meaning

Lesson 3

The Grasshopper and the Ants

Let’s read:

1) One summer’s day a grasshopper(গ্রাসহপার) was hopping(হপিং) about in a field.

= এক গ্রীষ্ণের দিনে একটি গঙ্গাফড়িং এক মাঠের চারপাশে লাফিয়ে বেড়াচ্ছিল ।

 2) He was chirping(চ্রিপিং) and singing merrily.

 = মনের সে আনন্দে কিচিরমিচির করছিল এবং গান করছিলো ।

3) A   group of ants walked (ওয়াকড) past him.

= একদল পিঁপড়ে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ।

4) They carried(ক্যারিড) plump (পাম্প)seeds of corn (কর্ন্).

= তারা শাঁসালো শস্য বীজ/দানা নিয়ে যাচ্ছিল ।

5) “Where are you going with those heavy things?” asked the grasshopper.

 = গঙ্গাফড়িং জিজ্ঞাসা করেছিল, “তোমারা ওই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছো ?”

6) Without (উইদাউট)stopping, the first ant replied(রিপ্লাইড), “To our ant        hill.

= না থেমে প্রথম উত্তর দিয়েছিল,  “আমাদের পিঁপড়েদের পাহাড়ে” ।

7)  This is the third seed I am carrying(ক্যারিং) today.”

=আজ আমি তৃতীয় দানা বয়ে নিয়ে যাচ্ছি ।

8) “Why are you working (ওয়ারকিং) so hard (হার্ড্)?

=এত কঠোর কেন তোমরা এত কঠোর পরিশ্রম করছো/ কাজ করছ ?

9) Why don’t you come and     sing   with me?” said the grasshopper.

 = গঙ্গাফড়িং বলল,  “কেন তোমরা আমার সাথে আসছ না এবং গান করছ না ?”

10) “We are helping to     store   food for winter.

 =আমরা শীতের জন্য খাবার মজুত করার চেষ্টা করছি ।

11) You should(শুড) also do the same,” said the ant.

= পিঁপড়েটি বলল, “তোমার ও একই কাজ করা উচিত”  ।

12) “Winter is far away.

= শীত অনেক দূরে,

13) It is   a    lovely(লাভলি) day to play,”sang the grasshopper.

 = খেলার জন্য এটি এক সুন্দর দিন”,  গঙ্গাফড়িং গান করতে লাগল ।

14) But the ants went on their way.

 = কিন্তু পিঁপড়েরা তাদের পথে চলে গেল ।

15) They continued(কন্টিনিউড) with their hard work.

= তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে লাগল ।

16) The weather(ওয়েদার) soon turned(টার্ন্ড) cold.

 = আবহাওয়া শীঘ্রই শীতল হলো ।

17) A thick white blanket(ব্ল্যাংকেট) of snow covered all the food lying in the field.

= মাঠে পড়ে থাকা সমস্ত খাবারের উপর ঘন সাদা তুষারের/বরফের কম্বলে  ঢাকা পড়ে গেল ।

18) The grasshopper could not find     any food.

= গঙ্গাফড়িং কোনো খাবার খুঁজে পেল না ।

19) He went to the ants’ hill.

= সে পিঁপড়েদের পাহাড়ের কাছে গেল ।

20) He saw that the ants had stored(স্টোরড) enough(এনাফ) food for winter.

=  সে দেখল যে পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট খাবার মজুদ করেছে ।

21)  He begged(বেগড) them for something to eat.

 = সে তাদের কাছে কিছু খাবার প্রার্থনা করল ।

22) “What! “cried(ক্রায়েড) the ants in surprise(সারপ্রাইস), ”Haven’ t you stored

anything for the winter?

= “কি?’ , পিঁপড়েরা বিস্ময়ে চিৎকার করল, “তুমি শীতের জন্য কিছু মজুত করোনি ?”

23) What were you doing all summer?”

= সারা গ্রীষ্মকাল ধরে তুমি কি করছিলে ?

24) “I didn’t have time to store    any food,” said the grasshopper.

= গঙ্গাফড়িং বলল, “আমার মজুদ করার মতো খাবার মজুদ করার মতো কোনো সময় ছিল না” ।

25) “I  was so busy playing music.”

= আমি গান করতে ব্যস্ত ছিলাম ।

26) The ants shook(শুক) their heads in disgust(ডিসগাস্ট).

= পিঁপড়েরা তাদের মাথা বিরক্তিতে নাড়ালো

27) They turned(টার্ন্ড) their backs on the grasshopper and went on with their

work.

= তারা গঙ্গা ফড়িং এর দিকে পিঠ করল এবং তাদের কাজে চলে গেল ।

[ Adapted from Aesop‘s fables ]                                                  

 সংগ্রহীত থেকে ঈশপের উপকথা

ACTIVITY – 1

Let’s underline the correct answer:

a. The grasshopper was hopping about in a [1] summer’s [2] winter’s

[3] autumn day.

Ans: [1] summer’s

b.  The ants carried [1] fruits [2] corn [3] leaves.

Ans: [2] corn

c.  In winter the weather turned [1] hot [2] cold (3] wet.

Ans: [2] cold

d. Snow is [1] white [2] green [3] brown.

Ans: [1] white

e. The grasshopper spent the summer [1] playing music [2] begging [3] working.

Ans: [1] playing music

ACTIVITY- 2

Lets match column A with column B to make meaningful words:

AB
GrassTer
WinSic
BlanPrise
SurHopper
Muket

Ans:

Grass   —–    hopper

Wint     ___    ter

Blan    ____    ket

Sur     ____     prise

Mu     _____    sic

ACTIVITY – 3

Let’s fill in the blanks with the red-coloured describing words in the story:

a. The bag is very…………………

Ans: heavy

b. The grasshopper was ……………   playing music.

Ans: busy

c. In winter we use a ………….    blanket.

Ans: thick

d. Ice is ……………….        

Ans: white

e.  She has a …………. smile.       

Ans: lovely

ACTIVI’TY – 4

Let’s arrange the following words in alphabetical order:

summer, winter, weather, hill, ant, cold, busy, music, field, snow.

Ans:

1.ant

2. busy

3. cold

4. field

5. hill

6. music

7. snow

8. summer

9. weather

10. winter

Also Read: Sound Of Animals

সুতরাং, দেরি না করে এখনই The Grasshopper and the Ants Bengali Meaning PDF টি ডাউনলোড করুন

Download The Grasshopper and the Ants Bengali Meaning PDF

File Details:-
File Name:- The Grasshopper and the Ants Bengali Meaning PDF
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

Also Read: Animals Meeting

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Adblock Detected

You can disable your ad blocker in your browser to continue browsing.