How The Little Kite Learned to Fly Bengali Meaning Class 6

ক্লাস 6 এর Lesson-6 এর How The Little Kite Learned to Fly by Katherine Pyle-এর বাংলা অর্থ আলোচনা করা হল । Text টির PDF ও দেওয়া হল ডাউনলোড করার জন্য ।
Lesson 6 of Class 6 named How The Little Kite Learned to Fly by Katherine Pyle is discussed word by word in Bengali.

এমনকি গুরুত্বপূর্ন শব্দগুলির উচ্চারনও দেওয়া আছে । নিচে Text টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Text PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন। এমনকি পাঠটির ভিডিওটিও দেওয়া আছে নীচে ।

Dear Students,
Studysolves.com পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি How The Little Kite Learned to Fly Bengali Meaning. প্রতিবছর পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি How The Little Kite Learned to Fly Bengali Meaning. নিচে Text টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। নিয়মিত
বিনামূল্যে পড়াশোনা করতে এবং নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে বিনামূল্যে ডাউনলোড করতে এবং ভিডিও ক্লাস করতে আমাদের ওয়েবসাইট www.studysolves.com ভিজিট করুন।

How The Little Kite Learned to Fly

                                                       – Katherine Pyle

“I never  can do it”, the little kite said,

= ছোট্ট ঘুড়িটি বলল, “আমি কখনো এটা করতে পারবো না” ,

 As he looked  at the other things   high over      his head.

= যেই সে তার মাথার ওপরে অন্য বস্তুগুলি কে দেখলো ।।

” I know I should fall if I tried to fly.

= আমি জানি ওড়ার করার চেষ্টা করলেই আমি পড়ে যাব

 “Try”,  said the big kite,” only try!

= “ কেবল চেষ্টা করো, শুধু চেষ্টা করো” বলল বড় ঘুড়িটি ।

Or I  fear you never will learn  at all.

= না হলে আমার ভয়, তুমি কখনোই শিখতে পারবে না ।।

” But the little kite said: “I’m afraid    I’ll fall

= কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল আমি পড়ে যাওয়ার ভয়ে ভীত

.” The big kite nodded: ” Ah, well, goodbye;”

= বড় ঘুড়ি মাথা নেড়ে বললো,  “ঠিক আছে / ভালো কথা বিদায়”  (nooded-নোডেড)

 I am off.” And he rose toward their tranquil sky.

= “আমি চললাম” । সে শান্ত আকাশের দিকে উঠেগেল ।।   (tranquil-ট্টাঙ্কুয়েল)

Then the little kite’s   paper stirred at the sight.

= তখন ছোট্ট্ ঘুড়িটির কাগজ দৃশ্যটি দেখে নড়ে উঠলো (stirred-স্টার্ড্)

 And trembling he shook himself free  for flight

= এবং ওড়ার জন্য মুক্ত হতে সে একবার কেঁপে উঠে নিজেকে ঝাঁকিয়ে নিল ।

(trembling-ট্রেম্বলিং)

 First whirling and frightened, then braver grown,

= প্রথমে ভয় পেয়ে পাক খেয়ে তারপর সাহসী হয়ে ওপরে উঠলো

(whirling-হুইয়ারলিং; frightened-ফ্রাইটেন্ড)

 Up, up he rose through the air alone,

= একাই বাতাসের মধ্যে দিয়েই উপরে উঠে গেল

   Till  the big kite looking down  could see

= যতক্ষণ না বড় ঘুড়িটি  নিচের দিকে তাকিয়ে দেখতে পেল

 The little one rising steadily.

= ছোট্ট ঘুড়িটি একভাবে /সোজা উঠে যাচ্ছে ।। (rising-রাইজিং; steadily-স্টেডিলি)

Then how the little kite thrilled with pride,

= তারপর ছোট্ট ঘুড়িটি কিরকম গর্বে রোমাঞ্চিত হলো,   (thrilled –থ্রিলড; pride-প্রাইড)

As  he sailed with the big kite side by side!

= যেই সে বড় ঘুড়িটির পাশাপাশি উড়েগেল / ভেসেগেল,   (sailed-সেইলড)

 While far below he could see the ground,

= অনেক নিচে মাটি কে সে দেখতে পেল

And the boys like small spots    moving round.

= ছোট্ট ছেলেগুলি ক্ষুদ্র বিন্দুর মতো ঘুরছে

They rested high in the quiet air,

= তারা শান্ত বাতাসে অনেক উঁচুতে রয়ে গেল

And only the birds and clouds were there.

= সেখানে কেবল পাখিরা এবং মেঘেরা ছিল

 “Oh, how happy I am,” the little kite cried.

= ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বললো,  “কি সুখি আমি” ,

 “And all because      I    was brave and tried.”

= কারন আমার সাহস ও চেষ্টাই এটা সম্ভব করলো ।।  (tried-ট্রায়েড)

Also Read: The Rainbow

Also Read: Land Of Pharaohs

এই পড়ার ভিডিও ক্লাস দেখুন:

Also Read: Smart Ice Cream

Also Read: The Blind Boy

Also Read: Rip Van Winkle

সুতরাং, দেরি না করে এখনই How The Little Kite Learned to Fly Bengali Meaning PDF টি ডাউনলোড করুন

Download How The Little Kite Learned to Fly Bengali Meaning PDF

File Details:-
File Name:- How The Little Kite Learned to Fly Bengali Meaning PDF
File Format:- PDF
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!